ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ক্রিকেটের ক্ষতি করছে ভারত: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ক্রিকেটের ক্ষতি করছে ভারত: আফ্রিদি

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। এ নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে অনেকদিন থেকেই।

সর্বশেষ আইসিসি থেকে 'হাইব্রিড' মডেলের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

পিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে ভারতের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষতি করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইসিসির প্রতি এ ব্যাপারে কর্তৃত্ব দেখানোর আহ্বানও জানান পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে আফ্রিদি লিখেছেন, 'বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি, বিশেষ করে যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসির নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে। '

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে কোনো সিরিজ খেলতে যায়নি ভারতীয় দল। গত এশিয়া কাপেও যেতে রাজি হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেল অনুযায়ী ভারতের সব ম্যাচ ও টুর্নামেন্টের শেষদিকের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা হয়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও একই 'সুবিধা' চাইছে ভারত। কিন্তু এবার পিসিবি কিছুতেই রাজি হচ্ছে না। আসরটি আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভারত সরকার তাদের দলকে কিছুতেই পাকিস্তানে পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে।  

এদিকে হাইব্রিড মডেল গ্রহণযোগ্য নয় জানিয়ে আইসিসির কাছে বিকল্প প্রস্তাব চেয়েছে পিসিবি। আজ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিয়ে আলোচনায় বসতে চলেছে আইসিসি বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত আজই আসতে পারে।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।