ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পার্থ টেস্টে থাকছেন না রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
পার্থ টেস্টে থাকছেন না রোহিত

শঙ্কা অবশেষে সত্যি হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে থাকছেন না রোহিত শর্মা।

দ্বিতীয়বারের মতো বাবা হওয়ায় পরিবারের সঙ্গে আরো সময় কাটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে বাড়তি ছুটি চেয়েছেন তিনি। ভারতীয় অধিনায়কের চাওয়া মঞ্জুরও করেছে বিসিসিআই। আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

রোহিতের পরিবর্তে পার্থে খেলবেন দেবদূত পাডিক্কাল। ভারতের ‘এ’ দলের হয়ে বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছে ২৪ বছর বয়সী ওপেনার। সেখান থেকেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

রোহিত না থাকায় পার্থ টেস্টে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে ২০২২ সালে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ভারতের এই পেসার।  

রোহিতের সঙ্গে এই টেস্টে নাও পেতে পারে টপ অর্ডার ব্যাটার শুবমান গিলকে। যদিও দলের সঙ্গেই আছেন তিনি। তবে ক্যাচের অনুশীলন করার সময় বাঁ হাতের বুড়ো আঙুল ফেটে যায় তার। ফলে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।