ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোপ-লুইসের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
হোপ-লুইসের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনার জয়

প্রথম তিনটি ম্যাচে হেরে সিরিজ আগেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই দুঃখ ভুলে চতুর্থ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।

শেই হোপ ও এভিন লুইসের ফিফটিতে তুলে নিয়েছে সান্ত্বনার জয়।

গ্রস আইলেটে ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে রানবন্যার ম্যাচে ৫ উইকেটে হেরেছে ইংল্যান্ড। যদিও তাতে খুব একটা অসুবিধার মুখে পড়েনি। কারণ সিরিজ তো নিশ্চিত হয়েছে আগেই।  

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জস বাটলারের দল। প্রথমে দারুণ শুরু এনে দেন ফিল সল্ট। ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৫ রানে তিনি থামলেও সফরকারীদের রানের গতি কমেনি।  

বাকি পর্যায়ে সেটা বজায় রাখেন জ্যাকব বেথেল। ৩২ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া অধিনায়ক জস বাটলার ৩৮, উইল জ্যাকস ২৫ ও স্যাম কারানের ব্যাট থেকে আসে ২৪ রান।  

জবাব দিতে নেমে ৯ ওভারে কোনো উইকেট না হারিয়েই ১৩৬ রান তুলে ফেলে। পরের ওভার করতে আসা রেহান আহমেদের প্রথম ৩ বলেই উইকেটের দেখা পায় ইংল্যান্ড।

প্রথমে ৩১ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৬৮ রান করা লুইসকে ফেরান রেহান। দ্বিতীয় বলে লিয়াম লিভিংস্টোনের সঙ্গে মিলে রান আউট করেন আরেক ওপেনার হোপকে। শেষে অবশ্য হোপের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। ২৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন ডানহাতি এই ব্যাটার। তৃতীয় বলে আউট হন রানের খাতা খুলতে না পারা নিকোলাস।

একই ওভারে তিনটি ধাক্কা খেলেও ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে এক ওভার হাতে রেখেই। রোভম্যান পাওয়েলের ২৩ বলে ৩৮ রানের পর দলের জয় নিশ্চিত করে আসেন শেরফান রাদারফোর্ড। ১৭ বলে ৩ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

এদিকে সিরিজের শেষ ম্যাচে আজই মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।