ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমরুলকে গার্ড অব অনার, সুমনের ছয় উইকেট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
ইমরুলকে গার্ড অব অনার, সুমনের ছয় উইকেট সংগৃহীত ছবি

বিদায়ী ম্যাচে ইমরুল কায়েস পেলেন গার্ড অব অনার। তাকে সম্মান জানানোর সময়ে হাজির হন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালও।

তাদের দুজনের সামনেই হয় ইমরুলের শেষের শুরু। তবে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। আউট হয়েছে অল্প রানেই।

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ৬ উইকেট নিয়েছেন সুমন খান। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। টস জিতে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয়ে গেছে খুলনা। পরে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান করেছে ঢাকা। এই ম্যাচ খেলেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর কথা আগেই বলেছিলেন ইমরুল।  

নিজের বিদায়ী ম্যাচে অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেননি ইমরুল। প্রথম ইনিংসে ২৭ বলে ১৬ রান করে এনামুল হকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। দলের পক্ষে ৯৪ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।  

ঢাকার হয়ে ১৭ ওভার ৪ বলে ৫০ রান দিয়ে ৬ উইকেট নেন সুমন খান। দলটির ব্যাটাররাও খুব একটা সুবিধা করতে পারছেন না। তিন উইকেট হারিয়ে ফেলার পর আরিফুল ইসলাম ৫৬ বলে ১৫ ও মোসাদ্দেক হোসেন ২৯ বলে ২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।  

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্টোর মুখোমুখি হয়েছে সিলেট। প্রথম ইনিংসে ১৩০ রানে অলআউট হয়ে গেছে মেট্টো। নিজেদের প্রথম ইনিংসে এখন অবধি ২ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে সিলেট।  

ঢাকা মেট্টোর হয়ে ৬০ বলে সর্বোচ্চ ৩১ রান করেন নাঈম শেখ। ৫৩ বলে ২৭ রান আসে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাটে। সিলেটের হয়ে ৯ ওভারে ১ মেডেনসহ ১৯ রান দিয়ে চার উইকেট নেন নাসুম আহমেদ।  

এদিকে সিলেটের হয়ে ফের হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন অমিত হাসান। ৭৯ বলে ৫১ করে অপরাজিত আছেন দারুণ পারফর্ম করে জাতীয় দলের আলোচনায় থাকা এই ব্যাটার।
 
শহীদ কামরুজ্জ্জাম স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে বরিশাল। বরিশালের হয়ে তিনজন হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৪৫ বলে ইফতেখার হোসেন ৭০, সালমান হোসেন ইমন ১৩৫ বলে ৬৭ ও তাসামুল হক ৯৮ বলে ৫১ রান করেছেন।  

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয়ে গেছে রাজশাহী। পরে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে চট্টগ্রাম।  

চট্টগ্রামের হয়ে এই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন ফাহাদ হোসেইন। ৯ ওভারে ২ মেডেনসহ ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। এছাড়া দুই উইকেট করে পেয়েছেন ইরফান হোসেন ও আশরাফুল হাসান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২৩ রান এসেছে গোলাম কিবরিয়ার ব্যাটে।  

ব্যাট করতে নেমে চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৫৭ বলে ৫৪ রান করেছেন তিনি। এছাড়া ৬৮ বলে ৪১ রান করেছেন পারভেজ হোসেন ইমন। রাজশাহীর হয়ে তিন উইকেট করে নিয়েছেন সাব্বির হোসেন ও ওয়াসী সিদ্দিকী।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।