ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবিতে বোর্ড সভা: নির্ধারিত হবে শান্ত, সাকিবের ভবিষ্যৎ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
বিসিবিতে বোর্ড সভা: নির্ধারিত হবে শান্ত, সাকিবের ভবিষ্যৎ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা এখন হচ্ছে প্রায় নিয়মিতই। গত ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ।

এরপর থেকে বেশ কয়েকবারই পরিচালকদের নিয়ে সভায় বসেছেন।  

মঙ্গলবারও শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তেমনই একটি বৈঠক হতে যাচ্ছে। এখানে নেওয়া হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে সিদ্ধান্ত। এর মধ্যে আছে অধিনায়কত্বের ব্যাপারটিও। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোর্ডকে জানিয়েছেন, তিনি আর নেতৃত্ব চালিয়ে যেতে চান না।  

তাকে বোর্ড কী বলবে? এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে আজ। নতুন অধিনায়ক বেছে নিতে হলে কারা হবেন, তাও ঠিক করতে হবে বোর্ডকে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে শুরুতে থেকেও একটি পক্ষের বিরোধীতায় টেস্ট খেলতে পারেননি।  

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকবেন কি না এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে। এক্ষেত্রে অবশ্য গুরুত্বপূর্ণ হবে সরকার কী চাইছে সেটি। সাকিবের ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও এই বোর্ডসভার পর পেতে পারেন নতুন দায়িত্ব।  

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকেই তাকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দেখা যেতে পারে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেওয়া ফিল সিমন্সের সহকারী থাকবেন তিনি। এর বাইরে অনুপস্থিত বোর্ড পরিচালকদের ব্যাপারেও সিদ্ধান্ত হতে পারে আজকের সভায়।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।