ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। অপরদিকে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরেছে দুর্দান্ত ঢাকা।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে তারা।

জয়ের ধারা ধরে রাখতে একই একাদশ নিয়ে খেলছে খুলনা। অন্যদিকে তিন পরিবর্তন এনেছে ঢাকা। বাদ পড়েছেন লাসিথ ক্রুসপুল, দানুশঙ্কা গুনাথিলাকা এবং আলাউদ্দিন বাবু। তাদের জায়গায় খেলবেন উসমান কাদির, গুলবাদিন নাইব এবং মেহেরব হোসেন অহিন।

খুলনা একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন  শানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ।

ঢাকা একাদশ: নাঈম শেখ, সায়েম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, গুলবাদিন নায়েব, মেহরব হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, উসমান কাদির।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।