ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির শঙ্কা

ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইডেন গার্ডেনসে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এর আগেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে।

ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে। এক্ষেত্রে ম্যাচ মাঠ গড়াতে কিছুটা সময় লাগতে পারে।  

কলকাতায় স্থানীয় সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। যদিও আবহাওয়া বলছে বৃষ্টির কারণে বিলম্বিত হতে পারে কিছুটা। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হলে তা প্রভাব ফেলতে পারে মাঠে। আর যদি বৃষ্টি বাধায় পুরোদিন ম্যাচ না হয়, তাতে সমস্যা নেই। কারণ রিজার্ভ ডে রাখা হয়েছে সেমিফাইনালের জন্য।  

বিশ্বকাপের সেমিফাইনালে এই নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আগের দুই দেখায় হতাশ হতে হয়েছে প্রোটিয়াদের। ১৯৯৯ সালে টাই করেও আগের রাউন্ডে হারার কারণে ফাইনালে যেতে পারেনি তারা। ২০০৭ সালে গ্লেন ম্যাকগ্রার তোপে হয়েছিল বিধ্বস্ত। আজ কি পারবে নিজেদের ‘চোকার্স’ নাম সরিয়ে ফাইনালে উঠতে? সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।