ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুঃসময়ে সাকিবদের পাশে তামিম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
দুঃসময়ে সাকিবদের পাশে  তামিম

২০২৩ বিশ্বকাপটা খুব খারাপ কাটছে বাংলাদেশ দলের। জয় দিয়ে আসর শুরু করা দলটি এরপর যেন লড়াই করতেই ভুলে গেল।

পরের ৬ ম্যাচেই হেরেছে বাজেভাবে। এমন শোচনীয় পারফরম্যান্সের কারণে দলের দিকে একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসছে। তবে এই কঠিন সময়ে সতীর্থদের পাশে দাঁড়ালেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  

আজ একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে তামিম বলেন, 'ক্রিকেট মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে অনেক আবেগী। যখন ভালো হয় না তখন আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন মনে হয় সব জয় করে ফেলেছি। এখন আমাদের কঠিন সময় যাচ্ছে। আমি বলব, চেষ্টা করেন এই মুহূর্তে দলের পাশে থাকতে। '

কেন সমর্থন করা উচিত সেই ব্যাখ্যায় তিনি বলেন, '১৫ জন ছেলে ওখানে (বিশ্বকাপে) গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের নিজেদের ওপর এর প্রভাব পড়েছে। এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিনশেষে আমরা সবাই মানুষ। আমি খেলছি কি না তা ব্যাপার না। বাংলাদেশ খেলছে, আমাদের উচিত সমর্থন করা। '

বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন তামিম। তবে পরে প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর ভেঙে ফেরেন তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছেন এই দেশসেরা অলরাউন্ডার। এমনকি ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে মাঠে নেমে ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে তাকে ছাড়াই বিশ্বকাপ দলে ঘোষণা করা হয়। কিন্তু তাকে ছাড়া ভালো করতে পারেনি বাংলাদেশ দল। বিশেষ করে ওপেনিং পজিশনে খেলা কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি।  

এসব নিয়ে অবশ্য এখন আর আক্ষেপ নেই তামিমের। কিন্তু তার মাঠে ফেরার সম্ভাবনা নিয়েও আছে ধোঁয়াশা। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সামনে খেলব কি না জানি না। যদি খেলি মাঠেই দেখবেন, না খেললেও একই। আমার জন্য দোয়া করবেন। '

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।