ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলারদের প্রশংসায় সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
বোলারদের প্রশংসায় সাকিব

সকালের কন্ডিশনের সুযোগ নিয়েই দ্রুতই ব্রেকথ্রু এনে দেবেন পেসাররা- এমন প্রত্যাশা থাকে সাধারণত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আজ তেমনটা করতে পারেননি বাংলাদেশের পেসাররা।

তখন সামনে থেকে এগিয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তার এনে দেওয়া ব্রেকথ্রুর পরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট।

ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। সাকিব ও মেহেদী হাসান মিরাজ দুজনেই শিকার করেন তিন উইকেট। এছাড়া শরিফুল ইসলাম দুটি, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ঝুলিতে পুড়েন একটি উইকেট।

ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসায় মত্ত সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে এ ম্যাচটা আমরা খেলেছি, আমি খুব খুশি। আমাদের বিশ্বাস ছিল, উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারব। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না। কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি, আমি খুশি। ’

‘এখানে আমরা অনুশীলন করে যাচ্ছি। জিততে চাইলে (কঠিন আউটফিল্ডের) সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের তিন-চারজন ফাস্ট বোলার আছে। তারা যেকোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এটা লম্বা একটা টুর্নামেন্ট। আমি আশা করছি, তারা পরের ম্যাচগুলোয় আরও ভালো বোলিং করবে। ’

বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৫৭ রান করেছেন মিরাজ। তাকে নিয়ে সাকিব বলেন, ‘মেহেদী (মিরাজ) ভালো খেলছে। ড্রেসিংরুমে আরেকজন আছে শান্ত। তারা সব সময়ই দলের জন্য ভালো খেলতে উন্মুখ থাকে। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।