ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক

এবারের এশিয়া কাপ নিয়ে বেশ বড় স্বপ্নই রয়েছে বাংলাদেশের। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ ম্যাচে অভিষেক হচ্ছে উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিমের।

গত কয়েক বছরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই বেশ উত্তাপ ছড়িয়েছে। দুই দলের এই লড়াইকে অনেকে ‘দ্বৈরথ’ হিসেবেও দাঁড় করিয়েছেন। যদিও ম্যাচের আগের দিন দু দলের অধিনায়কই বলেছেন উল্টো কথা।  

এখন পর্যন্ত এশিয়া কাপে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। জয়ের পাল্লাটা লঙ্কানদেরই ভারি, ১২ ম্যাচে জিতেছে তারা। যদিও বাংলাদেশের তিন জয় এসেছে শেষ ম্যাচে। ওয়ানডেতে এখন অবধি ৫১ বারের দেখায় ৪০টি জিতেছে শ্রীলঙ্কা, টাইগারদের জয় নয়টিতে।

শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৩তম ক্রিকেটার এই উদ্বোধনী ব্যাটার। শেষ মুহূর্তে এনামুল হক বিজয়কে উড়িয়ে নিলেও নাঈম শেখের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে তিন পেসারের সঙ্গে সমান সংখ্যক স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন শেখ মেহেদী হাসান।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময় : ১৫০২ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।