ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘ইম্প্যাক্ট’ পেসার এবাদতকে নিয়ে আফসোস হাথুরু-সাকিবের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
‘ইম্প্যাক্ট’ পেসার এবাদতকে নিয়ে আফসোস হাথুরু-সাকিবের

চন্ডিকা হাথুরুসিংহের কাছে শেষ প্রশ্ন ছিল সেটি। উত্তরে প্রথমেই বললেন ‘ভালো প্রশ্ন’।

এবাদত হোসেন চোটে ছিটকে গেছেন এশিয়া কাপের স্কোয়াড থেকে। তার জায়গায় নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। তবে এবাদত যে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, সেটি বোঝা গেল কোচ ও অধিনায়ক সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনে।  

গত কয়েক বছরে বাংলাদেশের ‘পেস বোলিং বিপ্লবের’ সামনের সারিতেই ছিলেন এবাদত। ১২ ম্যাচ খেলে এই পেসার নিয়েছেন ২২ উইকেট। এর মধ্যেও তাকে আলাদা করে গতি। এবাদতকে ‘ইম্প্যাক্ট’ ক্রিকেটার বলছেন কোচ হাথুরুসিংহে। শনিবার সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, তার বিকল্প বের করাও বেশ কঠিন কাজ।  

সাকিব বলেন, ‘এটা ভালো প্রশ্ন। এবাদত আমাদের ইম্প্যাক্ট বোলার ছিল। শেষ কয়েকটি সিরিজে খেলা পাঁচজন পেসারের মধ্যে সবচেয়ে জোরে বল করতো ও। তাই এটা অনেক বড় না পাওয়া, তার সরাসরি বিকল্প খোঁজে বের করাও কঠিন কাজ। আশা করি সে দ্রুতই সেরে উঠবে। ’

সাকিব আল হাসান নতুন করে হয়েছেন ওয়ানডে অধিনায়ক। তার দলেও ‘গুরুত্বপূর্ণ’ ছিলেন এবাদত, জানিয়েছেন এমন। লাল বলে অনেকদিন ধরে ভালো করা এই পেসারের না থাকা নিয়ে নিজে থেকেই কথা বলেন সাকিব। এশিয়া কাপ প্রস্তুতির প্রশ্নে সাকিবই টেনে আনেন এবাদত প্রসঙ্গ।  

তিনি বলেন, ‘দুর্ভাগ্য যে এবাদত আমাদের দলের অংশ হতে পারছে না। ও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে জায়গা থেকে সেট ব্যাক। তারপরও বলবো যে ধরনের প্রস্তুতি ও স্কোয়াড আছে আমরা অনেকদূর যেতে পারবো। কিন্তু প্রথম বিষয় হলো আমাদের প্রথম দুইটা ম্যাচ খেলতে হবে। কোয়ালিফাই করতে হবে। ’

‘এবং আমরা একটা একটা ম্যাচ করে এগোতে চাই। এমন না যে একেবারে কোথায় যাবো সেটা চিন্তা করছি। প্রতিটা ম্যাচ আমরা চিন্তা করব ও আমরা ওভাবে প্রস্তুতি নেওয়ার চিন্তা করবো। ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।