ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবকিছুই স্বাভাবিক আছে: তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
সবকিছুই স্বাভাবিক আছে: তামিম

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় খবর এখন সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। শুক্রবার এক সাক্ষাৎকারে কথাটা স্বীকার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ড্রেসিং রুমকেও ‘অস্বাস্থ্যকর’ বলেন তিনি।

এটিকে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ভয়ের দিকও বলেছেন তিনি। এ নিয়েই রোববার জানতে চাওয়া হয় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে। তিনি বলছেন, ‘সবকিছু স্বাভাবিক আছে...। ’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজ'কে বেশ খোলামেলা সাক্ষাৎকারই দেন বিসিবি সভাপতি। দলের মধ্যে গ্রুপিং হচ্ছে এমনটা দাবি করেন তিনি। লম্বা সময় ধরে আছেন বিসিবির মসনদে আছেন। কিন্তু এমনটা আগে কখনো দেখেননি বা শোনেননি। ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা ভালো নয় তার মতে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিপরীত জবাবই দিলেন তামিম।

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। আজ না, অনেকদিন। রেজাল্টও দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিং রুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে। ’

সাকিবের সঙ্গে তামিমের দূরত্বটা একরকম ‘ওপেন সিক্রেট’ ক্রিকেট পাড়ায়। তবে তা সবই মাঠের বাইরে, মাঠের ভেতর এরকম কোনো কিছু নেই বলে জানান তামিম। তিনি বলেন, ’আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি-সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামি, তখন আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। ’

‘আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি ঠিক থাকে... আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়াজন হয় সে করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সবসময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। এর বাইরে কিছু নেই। ’
 

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।