ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়া চ্যালেঞ্জিং: রংপুর কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়া চ্যালেঞ্জিং: রংপুর কোচ

বিপিএলে কখন, কোন বিদেশি আসছেন বোঝা দায়। কোনো কোনো ক্রিকেটার আসছেন এক-দুই ম্যাচের জন্যও।

বিশেষত টুর্নামেন্টের শেষদিকে মূল আকর্ষণ হিসেবে থাকা পাকিস্তানি ক্রিকেটাররা পিএসএল খেলতে যাওয়ার পর সেটি আরও বেড়েছে।  

এখন দলগুলোও পড়েছে বেশ বিপাকে। বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগ চলায় ক্রিকেটারদের নিয়ে আসাও হয়ে গেছে কঠিন। তাদের এমন আসা-যাওয়া দলগুলোর জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বলে মনে করেন রংপুর রাইডার্সের হেড কোচ সোহেল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ হারের পর এমন মন্তব্য করেন তিনি।  

সোহেল বলেছেন, ‘আপনি ঠিক বলেছেন যে এটা আসলেই চ্যালেঞ্জিং এবং আমার মনে হয় যে এই বিপিএলে কোচদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার। এত বেশি রদবদল হচ্ছে এবং বিদেশি ক্রিকেটারদের ফাঁকা পাওয়া যাচ্ছে না। যে জায়গার খেলোয়াড় খুঁজছি সেই জায়গার প্লেয়ার পাচ্ছি না। আমরা যখন দল করি, দেশি ক্রিকেটার নিয়ে থাকি, যে জায়গাগুলোতে খেলোয়াড় দরকার সেখানে বিদেশি আনার চেষ্টা করি।  এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। দেখা যায় যে, দুটি বিদেশি ক্রিকেটার বদল হলে দলের কম্বিনেশন পরিবর্তন করতে হচ্ছে। এটা অনেক চ্যালেঞ্জিং। ’

প্রতিপক্ষের জন্য পরিকল্পনা সাজাতেও বেগ পেতে হচ্ছে বলে জানান সোহেল, ‘আপনি জানেন যে বড় টুর্নামেন্টগুলোতে আমরা ভিডিও অ্যানালিস্ট রাখি। পর্যালোচনা করি এবং সেভাবেই দলের পরিকল্পনা করি। এটা আমাদের জন্য আসলেই কঠিন, চ্যালেঞ্জিংও হচ্ছে। মাঠে এসে আমরা একাদশ দেখছি। দেখা যায় যে আমরা আসলে যে খেলোয়াড় নিয়ে চিন্তা করিনি সেই খেলোয়াড়টা এসে খেলছে। সিদ্ধান্তগুলো আমাদের খুব দ্রুত নিতে হচ্ছে এবং পরিকল্পনাগুলো মাঠে করতে হচ্ছে। ’ 

‘যার ফলে দেখা যায় যে পরিকল্পনার মাঝে আমরা থাকতে পারছি না। আমরা যেভাবে পরিকল্পনা করে আসি... আমরা চিন্তা করলাম যে পাওয়ার প্লেতে প্রতিপক্ষ দলের এই ব্যাটার ব্যাটিং করার সুযোগ আছে। আমি সেভাবে নতুন বলে কে বোলিং করবে, এপাশ  থেকে কে করবে, ওপাশ থেকে কে করবে সেটা পরিবর্তন হয়ে যায়। তারপরও বলবো যে এটা নিয়ে আমাদের খেলতে হবে, সব দলেরই এমন পরিস্থিতি, দ্রুত এটার সমাধান বের করে মোকাবেলা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।