ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মাশরাফি কিংবদন্তি, অসাধারণ নেতা, দারুণ মানুষ’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
‘মাশরাফি কিংবদন্তি, অসাধারণ নেতা, দারুণ মানুষ’

চট্টগ্রাম থেকে: সিলেট স্ট্রাইকার্স রীতিমতো উড়ছে। জাতীয় দলের হয়ে খেলছেন না প্রায় বছর চারেক, ঘরোয়া লিগেও নন নিয়মিত।

তবুও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বের ধার এতটুকুও যে কমেনি, তার প্রমাণই মিলেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে।  

সিলেট তো সাফল্য পাচ্ছেই, জাকির হাসান-তৌহিদ হৃদয়ের মতো তরুণরাও মেলে ধরছেন নিজেকে। পারফর্ম করছেন প্রায় সবাই। মাশরাফি নিজেও বল হাতে বেশ কার্যকরী। সোমবার ঢাকার বিপক্ষে এক ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন কেবল চার রান। আগের চার ম্যাচে নিয়েছেন সাত উইকেট।  

মাশরাফির প্রতি সম্মান আছে বিদেশিদেরও। সোমবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচশেষে সেই কথাই বলেছিলেন ইমাদ ওয়াসিম। ম্যাচে তিন উইকেট পেয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার। মাশরাফির নেতৃত্ব এই দলের জন্য কতটা জরুরি জানতে চাওয়া হয়েছিল ইমাদের কাছে।  

তিনি বলছিলেন, ‘মাশরাফি বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছেন। তার থেকে আপনি এর চেয়ে ভালো কী প্রত্যাশা করতে পারেন। ক্রিকেটের সে কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। তিনি ক্রিকেটের উঠা-নামা সম্পর্কে জানেন কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। তিনি কতোটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই। ’

‘তার জন্য আমার সবটুকুই সম্মানের। মুসলমান হিসেবে আমরা সব সময়ই আমাদের ভাইদের সম্মান করি, সিনিয়র খেলোয়াড়দের সম্মান করি। তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে তিনি যা বলেন তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে তিনি খুব উপভোগ করেন। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন তিনি। ’

দলের সাফল্যের জন্য জরুরি ড্রেসিংরুমের পরিবেশ ভালো রাখা, কাজটা মাশরাফি ভালো পারেন জানা কথা। সিলেটের সাফল্যের পেছনে ভূমিকা আছে তারও। পাকিস্তানের ইমাদের মুখেও সিলেটের ড্রেসিংরুম নিয়ে ছিল স্বস্তির কথা।

তিনি বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমরা খুবই ভালো শুরু পেয়েছি। প্রতিটি দল এমন শুরু চাইবে, চার-পাঁচ ম্যাচ জিততে চাইবে। সৌভাগ্যবশত আমরা সবকটি ম্যাচ জিতেছি। সবচেয়ে ভালো যে বিষয়টি তা হলো, দলের প্রত্যেকের সম্পৃক্ততা আছে। পেসার, স্পিনার, টপ অর্ডার ব্যাটার, মিডল অর্ডার-লোয়ার অর্ডার প্রত্যেকের অবদান আছে। এখন পর্যন্ত আমরা দারুণ কম্বিনেশন পেয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।