ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাতক্ষীরায় শুরু হয়েছে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লিগ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
সাতক্ষীরায় শুরু হয়েছে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লিগ  

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লিগ। আজ মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও ইলসন কনজুমার প্রোডাক্ট লিমিটেডের (ইসিপিএল) পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

 

উদ্বোধনী ম্যাচে টাউন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় ইউনুস আলী স্মৃতি সংসদ। লিগে ২টি গ্রুপে মোট ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হল, টাউন স্পোর্টিং ক্লাব, ইউনুস আলী স্মৃতি সংসদ, দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব, পিকে ইউনিয়ন ক্লাব, গণমুখী সংঘ, ইউনাইটেড ক্লাব, এরিয়ান্স ক্লাব, সেতুবন্ধন ক্লাব, সেবা সংঘ ও সুলতানপুর ক্লাব।  

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট উপকমিটির চেয়ারম্যান কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাজেক্রীসের কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাবু'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক মীর তানজীর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য স ম আক্তারুজ্জামান মুকুল, লুৎফর রহমান সৈকত, কবিরুজ্জামান রুবেল, শেখ হেদায়েতুল্লাহ, ফারহা দিনা খান সাথী, শিমুন সামস্, মীর্জা মনিরুজ্জামান কাকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।