ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এটাই ক্রিকেট’, ম্যাচ হেরে বললেন ভারতীয় ক্রিকেটার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
‘এটাই ক্রিকেট’, ম্যাচ হেরে বললেন ভারতীয় ক্রিকেটার ছবি : শোয়েব মিথুন

অপ্রত্যাশিত এক হার সঙ্গী হয়েছে ভারতের। ১৮৭ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেট তারা নিয়েছিল ১৩৬ রানেই।

এরপর মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান অবিশ্বাস্য এক জুটি গড়ে হারিয়ে দিয়েছেন তাদের। বাংলাদেশ জয় পেয়েছে ১ উইকেটে।

কয়েকটি সুযোগ পেয়েছেন বটে। তবে মিরাজ ও মোস্তাফিজ খেলেছেন দুর্দান্ত। শেষ উইকেট জুটিতে সর্বোচ্চ ৫১ রান করার রেকর্ড এখন তাদের। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে এসেছিলেন লোকেশ রাহুল। দলের পক্ষে সর্বোচ্চ রান করা এই ব্যাটার জানালেন, এমন অপ্রত্যাশিত ঘটনা ক্রিকেটে ঘটবেই।

তিনি বলেছেন, ‘এটাই ক্রিকেট। কখনও কখনও আপনাকে অপ্রত্যাশিত জিনিস মেনে নিতে হবে। যতদিন ক্রিকেট চলবে, আমার মনে হয় এমন ব্যাপার ঘটতেই থাকবে। আপনি শেষ বল বা রান করার আগে জিতবেন না। তারা খুব ভালো ও শেষ অবধি লড়েছে। মিরাজের ইনিংস আর কিছু ক্যাচ ড্রপ করা; কিন্তু সে দারুণ ব্যাট করেছে। আর আমি যেমন বলেছি, শেষ অবধি লড়েছে ও জিতেছে। ’

‘শেষ পর্যন্ত লড়লেই তারা ম্যাচটা জিততে পারতো, এটাই ছিল একমাত্র পথ। আর আমার মনে হয় মেহেদী হাসান মিরাজ অবিশ্বাস্য ইনিংস খেলেছে। সে কিছু সযোগ পেয়েছে, ঝুঁকি নিয়েছে ও বাউন্ডারি পেয়েছে। যখন ৩০-৩৫ রান দরকার তখন কয়েকটা বড় শট প্রতিপক্ষকে চাপে ফেলে। মিরাজ এটা ভালোভাবে করেছে। ’

ওয়ানডেতে বরবারই ভালো দল। কিন্তু বাকি দুই ফরম্যাটে হয় ব্যর্থ। এ নিয়ে রাহুল বলেছেন, ‘এটা তাদের ঘরের মাঠ। তারা কন্ডিশন অনেক ভালো বুঝে। আমি জানি না। বাংলাদেশের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলিনি। কয়েকটা ম্যাচ আর ২০১৯ বিশ্বকাপে খেলেছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট ম্যাচ আমি খেলিনি। ’

বাংলাদেশ সময় : ২২০২ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।