ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

খুলনায় শাহিন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
খুলনায় শাহিন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় শাহিন বন্দ হত্যা মামলায় আসলাম সানা ওরফে জলিল সানা নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিলপাবলা এলাকায় শাহিন বন্দের মাছের ঘেরে কাজ করতেন জলিল সানা।

কাজের সূত্রে একদিন তাদের মধ্যে টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে শাহিন জলিলকে কয়েকটি থাপ্পড় মারেন। এরই প্রতিক্রিয়ায় ২০১১ সালের ৬ জুন রাতে ত্রিশুল দিয়ে ঘুমন্ত শাহিনের বুকে আঘাত করেন জলিল। পাশে শুয়ে থাকা রুহুল আমিন এ সময় জেগে ওঠেন। পরে রুহুলের চিৎকারে লোকজন ছুটে গিয়ে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই শাহিনের মৃত্যু হয়।

পরবর্তীতে ওই বছরের ১৬ নভেম্বর ডুমুরিয়া থানার তৎকালীন পরির্দশক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য-প্রমাণ শেষে আজ বিচারক ওই মামলার রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা,  নভেম্বর ২৬ , ২০১৯
এমআরএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।