ঢাকা: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ’র আয়োজনে সংবাদ উপস্থাপকদের ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালার গ্র্যান্ড ফিনালে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম অডিটোরিয়াম এ কর্মশালার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
এনবিএ প্রেসিডেন্ট ডা. সাকলাইন রাসেলের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আবুল হায়াত। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এনবিএ উপদেষ্টা শামসুদ্দিন হায়দার ডালিম, কাওসার মাহমুদ, মাহবুব হাসান, ডা. হাসান শাহরিয়ার কল্লোল, ভোকাল আর্টিস্ট সুমাইয়া কবির মেঘলা, সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। স্বাগত বক্তব্য দেন এনবিএ সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম অংশে ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া সেরা ১০ জন প্রতিযোগীকে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড দেন কর্মশালার তত্ত্বাবধায়ক এবং জুরি মেম্বার ও এনবিএ উপদেষ্টা কাওসার মাহমুদ।
অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন ‘নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ’ এনবিএর ২ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে।
ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইমতিয়াজ, চৌধুরী মেহের-এ-খোদা দীপ, নাজনীন আহমেদ, যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম, ট্রেজারার নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক হাফিজ খন্দকার, আইন সম্পাদক পারভীন মিতু, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক তাইব অনন্ত, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রঞ্জু ইফতেখার, নির্বাহী সদস্য শরীফ উল হক, বাবলী ইয়াসমিন ও রূপা নূর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ সংবাদ উপস্থাপকদের কণ্ঠস্বরের বৈচিত্র্যপূর্ণ ব্যবহারে দক্ষতা উন্নয়নবিষয়ক দেশে প্রথম কর্মশালা। যেখানে অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭৩ জন সংবাদ উপস্থাপক।
টিভিসি, ওভিসি, ডকুমেন্টরি, কমার্শিয়াল ভয়েস ওভার এবং স্টুডিও সেশনে কীভাবে কণ্ঠের কাজ করতে হয় তা শেখানো হয় ছয় সপ্তাহব্যাপী এ কর্মশালার ১০টি সেশনে। প্রশিক্ষণ দেন দেশ সেরা ভোকাল আর্টিস্ট শারমিন লাকি, রাহবার খান, সাগর সেন, কাওসার মাহমুদ, লতিফুল মতিন মিঠু, সুমাইয়া কবির মেঘলা ও শৈব তালুকদার।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের ভয়েস সংগ্রহ করে গড়ে তোলা হচ্ছে ভয়েস ব্যাংক, যা বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। ফলে এ কর্মশালার মাধ্যমে সংবাদ উপস্থাপনা ছাড়াও মিডিয়ার অন্যান্য খাতেও নিজেদের কর্মক্ষেত্র গড়ে তোলার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করে উপস্থিত শ্রোতা-দর্শনার্থীদের মুগ্ধ করেন এনবিএ পরিবারের সদস্যরা।
এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, জয়া স্যানিটারি ন্যাপকিন, আমেরিকান ওয়েলনেস সেন্টার, বিএম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ম্যালিয়াস ইএনটি স্পেলাইজড হসপিটাল ও ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরবি