ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাকিব-তামিমকে এক করল ইয়ামাহা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মে ৩, ২০২৪
সাকিব-তামিমকে এক করল ইয়ামাহা!

বর্তমানে দেশের শীর্ষ আলোচনার একটি বিষয় হচ্ছে সাকিব তামিম দ্বন্দ্ব। তবে ক্রিকেটের সঙ্গে ভালোবাসা থেকেই হোক বা প্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডের জন্য হোক না কেন, সাকিব এবং তামিম দুজনই ফের একটি বিষয়ে এক হলেন।

 

পেসার রুবেল হোসেনের অফিসিয়াল ইয়ামাহা ডিলার পয়েন্টের শুভ উদ্বোধনে ফেসবুক বার্তায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।  

অনেকের মতে, সাকিব-তামিমকে আর একসঙ্গে পাওয়ার সুযোগ নেই।

এসিআই মটরস গত ৮ বছরের অধিক সময় ধরে বিশ্বের অন্যতম সেরা বাইক ইয়ামাহার সঙ্গে কাজ করে যাচ্ছে।
গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য বর্তমানে তাদের ১১৬টিরও অধিক থ্রিএস (সেলস, সার্ভিস,স্পেয়ার) ডিলার পয়েন্ট রয়েছে এবং গ্রাহকদের মাঝে ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (৪ মে) রাজধানীর ১০০ফিট রোডের মাদানী অ্যাভিনিউতে এসিআই-মটরস ইয়ামাহার নতুন অথোরাইজড ডিলার ‘রুবেল এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন হচ্ছে।  

সেখানের শুভেচ্ছাবার্তায় এক হলেন সাকিব-তামিক দুজন। দুজনেই তাদের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে রুবেল এক্সপ্রেসকে শুভকামনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, মে ০৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।