ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

মেট্রোরেলে চাকরির সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
মেট্রোরেলে চাকরির সুযোগ

ঢাকা: মেট্রোরেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে ৩টি পদে নতুন করে মোট ১৩ জনকে নিয়োগ করা হবে। এ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

    পদের নাম                                                    সংখ্যা
 অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর              ১১ জন
 হিসাবরক্ষক                                                     ১ জন
 স্টোরকিপার                                                     ১ জন

আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলী জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স:  গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর ছিল তারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে ৩১ অক্টোবরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে জমা দিতে পারবেন।
আবেদন ফি: ৫০০ টাকা।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।