ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ

চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট। জেনে নিন বিস্তারিত-

পদ: রেজিস্ট্রার (কার্ডিওলজি)
যোগ্যতা: ডিপ্লোমা ইন কার্ডিওলজি। ডি.কার্ড সম্পন্নের পর সিসিইউ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।


কর্মস্থল: ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি।

পদ: সিনিয়র রেসিডেন্ট মেডিকেল অফিসার (গাইনী)
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ ন্যূনতম ৫ বছর ক্লিনিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি।

পদ: নার্সিং সুপারিনটেনডেন্ট
যোগ্যতা: বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত বিএসসি ইন নার্সিং সায়েন্স/ পাবলিক হেলথ ডিগ্রিধারী। ন্যূনতম ২০০ বেডের হাসপাতালে নার্সিং সুপারিনটেনডেন্ট বা সমমানের পদে অভিজ্ঞতাসহ নার্সিং পেশায় ন্যূনতম ২০ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। বয়স সর্বোচ্চ ৫০ বছর।
কর্মস্থল: ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা।

পদ: সিকিউরিটি অফিসার
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সেনাবাহিনী/বিজিবি'র অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন অফিসার বা পুলিশ বিভাগ হতে অবসরপ্রাপ্ত এসআই বা এএসআই পদমর্যাদার কর্মকর্তা। বয়স সর্বোচ্চ ৫০ বছর।

পদ: সিকিউরিটি গার্ড (পুরুষ)
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত। বয়স সর্বোচ্চ ৩৫ বছর, বুকের মাপ ৩২/৩৪ ইঞ্চি, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই সুস্থ সবল, সুঠাম দেহ ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। কোন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড হিসাবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: পেশেন্ট কেয়ার এটেনডেন্ট
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নার্সিং পেশায় ন্যূনতম ১ বছরের ট্রেনিংপ্রাপ্ত। বয়স সর্বোচ্চ ৩০ বছর।

পদ: ক্লিনার (পুরুষ)
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ। বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবিসহ খামের উপর পদের নাম উল্লেখ করে আবেদনপত্র আগামী ১১ নভেম্বরের মধ্যে 'সেক্রেটারী, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ী-৪৮, রোড-৯/এ, ধানমন্ডি, ঢাকা' ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি:

 

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।