ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন বাংলাদেশ ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়: শুক্রবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বরাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (রোল ২০২৪১৯-২০৬০১৯) কেন্দ্রের পরিবর্তে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, আগারগাঁও (রোল ২০২৪১৯-২০৩৯৮৮); লায়নস অগ্রগতি শিক্ষা নিকেতন, আগারগাঁও (রোল ২০৩৯৯০-২০৪৯৮৫) এবং হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুল, আগারগাঁও (রোল ২০৪৯৮৭-২০৬০১৯) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ এ বছর বাংলাদেশ ব্যাংকের এমসিকিউ পরীক্ষা-২০১৮ এর সমন্বয়ের দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।