ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ক্যারিয়ার ক্যাফে'

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ক্যারিয়ার ক্যাফে' ক্যারিয়ার ক্যাফে

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বেশিরভাগই ক্যারিয়ার, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। ভবিষ্যতের জন্য কেমন পরিকল্পনা থাকা উচিত, লক্ষ্য পূরণে প্রস্তুতি কেমন হবে সে বিষয়ে সঠিক দিকনির্দেশনার অভাবে পথ হারিয়ে ফেলেন অনেকেই।

তাই, শিক্ষার্থীদের কাঙ্খিত ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তুতি কৌশল নিয়ে আগামী ২৭ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজন করা হয়েছে 'ক্যারিয়ার ক্যাফে'।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেছে পেশা সহায়ক পোর্টাল ক্যারিয়ার কেয়ার।

এতে সফল উদ্যোক্তা, চাকুরিজীবীসহ বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার আইকনগণ বক্তব্য রাখবেন। যেকোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম ঠিকানা ০১৬৮২-৮৫৬৭৪৬ নম্বরে এসএমএস করে বা এই ফরমটি পূরণ করে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

‘ক্যারিয়ার ক্যাফে’তে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।