ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

যমনুা অয়েলে ৪৪ কর্মকর্তা নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
যমনুা অয়েলে ৪৪ কর্মকর্তা নিয়োগ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান যমনুা অয়েল কোম্পানি লিমিটেড ২৫ পদে ৪৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে।

যেসব পদে নিয়োগ:

ক) ডেপুটি ম্যানেজার (সিস্টেম এনালিস্ট) : ১টি    
খ) মেডিকেল অফিসার : ১টি    
গ) সিনিয়র অফিসার (সেলস) : ১টি    
ঘ) সিনিয়র অফিসার (লিগ্যাল এন্ড এস্টেট) : ১টি    
ঙ) সিনিয়র অফিসার (অডিট/ কোম্পানি সেক্রেটারিয়েট) : ২টি    
চ) সিনিয়র অফিসার (প্রোগ্রামার) : ১টি    
ছ) সিনিয়র অফিসার (মেইন্টেন্যান্স) : ১টি    
জ) অফিসার ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট/ মেইন্টেন্যান্স/ স্টোর) : ৩টি    
ঝ) অফিসার (অপারেশন/ ডিপো অপারেশন্স/ সাপ্লাই এন্ড ডিস্ট্রিবিউশন) : ৯টি    
ঞ) অফিসার (শিপিং) : ১টি    
ট) অফিসার (হিউম্যান রিসোর্সেস) : ১টি    
ঠ) অফিসার (পাবলিক রিলেশন্স) : ১টি    
ড) অফিসার (অডিট) : ১টি    
ঢ) অফিসার (একাউন্টস)     : ২টি
ণ) অফিসার (নেটওয়ার্কিং এন্ড মেইন্টেন্যান্স/ ডেভেলপার) : ২টি    
ত) অফিসার (কনফিডেন্সিয়াল) : ১টি    
থ) জুনিয়র অফিসার (নেটওয়ার্কিং এন্ড এইচডব্লিউ মেইন্টেন্যান্স) : ১টি    
দ) জুনিয়র অফিসার (একাউন্টস/ ফাইন্যান্স) : ৪টি    
ধ) জুনিয়র অফিসার (কোম্পানি সেক্রেটারিয়েট) : ১টি    
ন) জুনিয়র অফিসার (ফায়ার এন্ড সেফটি)     : ১টি
প) জুনিয়র অফিসার (সিকিউরিটি) : ১টি    
ফ) জুনিয়র অফিসার (ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট/ মেইন্টেন্যান্স/ প্লানিং এন্ড ইকোনমিক্স) : ৩টি    
ব) জুনিয়র অফিসার (অপারেশনস) : ২টি    
ভ) জুনিয়র অফিসার (এ্যাডমিনিস্ট্রেশন) : ১টি    
ম) জুনিয়র অফিসার (প্যারচেজ) : ১টি

আবেদনের নিয়ম: প্রার্থীরা অনলাইনে jocl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৬ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।

 

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।