ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

তিন ব্যাংকে ৩৬৭ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
তিন ব্যাংকে ৩৬৭ জন নিয়োগ

তিন ব্যাংকে ৩৬৭ জন উর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বিএসসির সদস্যভুক্ত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩১ জন, পল্লী সঞ্চয় ব্যাংকে ২৭৮ জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ৫৮ জন নিয়োগ পাবেন।

যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। এসএসসি থেকে পরবর্তী পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী কোটার প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম:
প্রার্থীরা অনলাইনে  www.erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখুন-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।