ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

এমআইএসটিতে শিক্ষকতার সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমআইএসটিতে শিক্ষকতার সুযোগ

শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)।

অধ্যাপক (টেকনিক্যাল) পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন নিয়োগ পাবেন।

সহযোগী অধ্যাপক (টেকনিক্যাল) পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।

সহকারী অধ্যাপক (টেকনিক্যাল) পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন, ইলেকট্রনিক অ্যান্ড কম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন, সহকারী অধ্যাপক (নন-টেকনিক্যাল) পদে রসায়ন বিভাগে ১ জন নিয়োগ পাবেন।
 
প্রভাষক (টেকনিক্যাল) পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, ইলেকট্রনিক অ্যান্ড কম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন, প্রভাষক (নন-টেকনিক্যাল) পদে পদার্থ বিভাগে ১ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্য প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে 'কমান্ড্যান্ট, এমআইএসটি, মিরপুর সেনানিবাস, ঢাকা- ১২১৬' ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

বিস্তারিত দেখুন-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।