ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

আইটি প্রফেশনাল মিটআপ অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
আইটি প্রফেশনাল মিটআপ অনুষ্ঠিত 

ঢাকা: দেশের আইটি খাতের ১৬০ জন আইটি প্রফেশনালকে বিশ্বমানের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  

সম্প্রতি প্রশিক্ষণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে ACMP 4.0 মিটআপ ২০২৪ অনুষ্ঠিত হয়।

মূলত আইটি প্রফেশনালদের ম্যানেজমেন্ট দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, এজ বাংলাদেশ ও আইবিএ-এর যৌথ উদ্যোগে এই কোর্স করানো হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ-এর অধ্যাপক ড. মহিউদ্দিন , অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান, অধ্যাপক ড. শেখ মোর্শেদ জাহান এবং অধ্যাপক ড. সুতপা ভট্টাচার্য।  

এছাড়া, প্ল্যাটিনাম স্পনসর প্রাইম নেটের চেয়ারম্যান শাহরিয়ার বিন আতিক এবং গো ইনোভিওরের ম্যানেজিং ডিরেক্টর কাহাফিল ওরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।  

প্রতি সেমিস্টারে ১৬০ জন আইটি প্রফেশনাল কোর্সটিতে অংশগ্রহণের সুযোগ পান।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।