ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জুন ৭, ২০২৪
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশনে আট ক্যাটাগরির পদে পঞ্চম থেকে নবম গ্রেডে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

•    ১. পদের নাম: হেড অব সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫–এর মধ্যে ৩.০০ অথবা ৪–এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/ বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ষষ্ঠ গ্রেডের পদে ন্যূনতম দুই বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নতুন সিকিউরিটি ইউনিট/দল গঠনের অভিজ্ঞতা; নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা; সাইবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জ্ঞান এবং আন্ত–এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/ স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তাসংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/ আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/ সনদ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: ১,০৯,২০০ টাকা (গ্রেড–৫)

•    ২. পদের নাম: হেড অব সিকিউরিটি পাস
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.০০ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/ বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় অ্যাক্সেস ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/ স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তাসংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/ আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/ সনদ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)

•    ৩. পদের নাম: এনপিপি স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন শিফট সুপারভাইজার
পদসংখ্যা: ৭
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.০০ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/ বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় অ্যাক্সেস ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/ স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তা–সংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/ আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/ সনদ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)

•    ৪. পদের নাম: হেড অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.০০ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/ বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ষষ্ঠ গ্রেডের পদে ন্যূনতম দুই বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা; আন্ত–এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/ স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তাসংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/ আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/ সনদ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: ১,০৯,২০০ টাকা (গ্রেড-৫)

•    ৫. পদের নাম: হেড অব ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.০০ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/ বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ষষ্ঠ গ্রেডের পদে ন্যূনতম দুই বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা; আন্ত–এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/ স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তাসংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/ আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/ সনদ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: ১,০৯,২০০ টাকা (গ্রেড-৫)

•    ৬. পদের নাম: ডেপুটি হেড অব ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.০০ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/ বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা; আন্ত–এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/ স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তাসংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/ আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/ সনদ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)

•    ৭. পদের নাম: হেড অব ইনফরমেশন অ্যান্ড অ্যানালিটিক্যাল গ্রুপ
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.০০ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/ বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট–সংশ্লিষ্ট কাজে সংশ্লিষ্টতাসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাইবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জ্ঞান ও আন্ত–এজেন্সি সহযোগিতা এবং সমন্বয়ের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/ স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তাসংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/ আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/ সনদ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)
•    ৮. পদের নাম: ভেহিকেল ইন্সপেক্টর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ড্রাইভিং লাইসেন্সসহ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হেভি ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩.০০ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/ বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/ স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তাসংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/ আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/ সনদ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৪ বছর
মূল বেতন: ৫২,৮০০ টাকা (গ্রেড-৯)

চাকরির ধরন ও অন্যান্য সুযোগ-সুবিধা
প্রথম এক বছর প্রবেশনকাল। তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল/ অথবা পারফরম্যান্সের ভিত্তিতে দুই বছর পর্যন্ত বর্ধিত হতে পারে; প্রবেশনকাল সফলভাবে সমাপ্তিতে এনপিসিবিএলে চাকরি নিয়মিতকরণ/ নিশ্চিতকরণ করা হবে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা দেওয়া হবে। এনপিসিবিএলের চাকরি নিয়মিতকরণ/ নিশ্চিতকরণের পর মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০ থেকে ৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বিমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা এনপিসিবিএলের বিধিমালা/ নীতিমালা অনুসারে দেওয়া হবে।

শর্ত
যোগদানকারীকে তাঁর যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে, তিনি এনপিসিবিএলে যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ বছর (প্রযোজ্যতা অনুসারে ৬০ বছর বয়স পূর্তি পর্যন্ত চাকরি করবেন এবং যদি এনপিসিবিএলে ১০ বছর চাকরি সমাপ্তির আগে প্রযোজ্যতা অনুসারে ৬০ বছর বয়স পূর্তি আগে) স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যেকোনো কর্তৃপক্ষ কর্তৃক তাঁর জন্য ব্যয় করা সব অর্থ এনপিসিবিএলের অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন। এ ছাড়া যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তাসংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে; ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকরির অবসায়নসহ যেকোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই  ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্যসহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই  ওয়েবসাইট বা এই  ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদন ফি
প্রার্থীকে তাঁর আবেদন নিশ্চিতকরণের জন্য এই  ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে যেকোনো টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।