ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি, ষষ্ঠ থেকে ১৩তম গ্রেডে বেতন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি, ষষ্ঠ থেকে ১৩তম গ্রেডে বেতন

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অনসাইট ফায়ার স্টেশনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০৭টি শূন্য পদে ২৩ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

২৪ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

প্রতিষ্ঠানের নাম: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
পদের সংখ্যা: ০৭টি 
লোকবল নিয়োগ: ২৩ জন

পদের নাম: উপ-ব্যবস্থাপক (ফায়ার স্টেশন)
পদসংখ্যা: ১টি
বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬) 
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সেফটি ম্যানেজার কোর্স শিরোনামের প্রশিক্ষণ।  
বয়সসীমা: ৪০ বছর (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে ৫৩ বছর)

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ফায়ার স্টেশন)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৬২,৪০০ টাকা (গ্রেড-৮)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সেফটি ম্যানেজার কোর্স শিরোনামের প্রশিক্ষণ।
বয়সসীমা: ৩৫ বছর

পদের নাম: সিনিয়র ফায়ার অফিসার
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৫২,৮০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সেফটি ম্যানেজার কোর্স শিরোনামের প্রশিক্ষণ।  
বয়সসীমা: ৩২ বছর

পদের নাম: ফায়ার সুপারভাইজার
পদসংখ্যা: ৪টি 
বেতন: ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স শিরোনামের প্রশিক্ষণ।  
বয়সসীমা: ৪০ বছর

পদের নাম: ফায়ার লিডার
পদসংখ্যা: ০৫টি 
বেতন: ২৭,৬০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স শিরোনামের প্রশিক্ষণ।  
বয়সসীমা: ৩৫ বছর (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে ৪৮ বছর)

পদের নাম: সিনিয়র অফিস সহকারী
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি।
বয়সসীমা: ৩৫ বছর

পদের নাম: অগ্নিনির্বাপক গাড়িচালক
পদসংখ্যা: ১০টি 
বেতন: ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ভারী গাড়ি চালনার লাইসেন্সপ্রাপ্তির পর ভারী গাড়ি চালনায় এক বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: ৩৫ বছর

প্রার্থীর ধরন: শুধু পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যেকোনো স্থানে।  
আবেদন ফি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ৫০০ টাকা জমা দিতে হবে।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ সময়: ০৭৩০ ডিসেম্বর ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।