ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ জনের চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ জনের চাকরি

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুই পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর

পদের বিবরণ-

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: মাদারীপুর
বয়স: এসব পদে আবেদনের জন্য ১০ জুলাই, ২০২৩ তারিখ হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। এছাড়া ২৫ মার্চ, ২০২০ তারিখ হিসেবে যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা www.madaripur.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পরে তা ওই প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের জন্য ট্রেজারি চালানের মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর।

আবেদনের শেষ সময়: ১০ জুলাই, ২০২৩ বিকেল ০৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: 0748 ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।