ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

৩৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
৩৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র । প্রতিষ্ঠানটিতে ‘ফিল্ড এ্যাকাউন্টস সুপারভাইজার’ পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম: ফিল্ড এ্যাকাউন্টস সুপারভাইজার ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।  আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রোফাইন্যান্স বিভাগে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব মটর সাইকেল ও মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন: ৩৫০০০/-টাকা। শিক্ষানবীশকাল ৬ মাস এবং শিক্ষানবীশকাল উর্ত্তীণ হবার পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, দুইটি উৎসব ভাতা, বৈশাখীভাতা, মোবাইল বিল, ইন্টারনেট ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২২।

সূত্র: বিডিজবস

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।