ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

বাজেটে প্রবাসীদের জন্য সুখবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
বাজেটে প্রবাসীদের জন্য সুখবর গ্রাফিক্স ছবি

ঢাকা: আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী নাগরিকদের জন্য সুখবর রয়েছে। তাদের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রণোদনার কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশকালে জানান, প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে বর্ধিত ব্যয় লাঘব করা ও বৈধপথে অর্থ পাঠাতে উৎসাহিত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের ওপর আগামী অর্থবছর থেকে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

এ বাবদ চলতি অর্থবছরে তিন হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন তিনি। ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়বে।  

একই সঙ্গে হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে বলে আশা করেছেন অর্থমন্ত্রী।  

প্রবাসী কর্মীদের বিমা সুবিধার আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মুস্তফা কামাল।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।