ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

‘আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ৭, ২০১৮
‘আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন’ বাজেট বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: পিআইডি

জাতীয় সংসদ ভবন থেকে: দীর্ঘ পৌনে চার ঘণ্টা বাজেট বক্তৃতা শেষে ২০১৮ অর্থবছরের অর্থ বিল পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই অর্থ বিলে কোন মন্ত্রণালয় কত বরাদ্দ পেয়েছিল, কত খরচ করতে পেরেছে তার বিবরণ দেওয়া আছে। 

এই বিলের উপর আগামী ১০ ও ১১ জুন আলোচনা শেষে সংসদে পাস করা হবে। বৃহস্পতিবার (০৭ জুন) সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থবিল উত্থাপন করেন।

এবার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে।  

অর্থ বিল পেশ করার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে অর্থমন্ত্রী বলেন, আমার ক্ষমা চাওয়ার বিষয় আছে। আমি বাজেট বক্তৃতায় অনেক সময় বসেই দিয়েছি। তাছাড়া রোজার মাস সব নিয়ম আমি পালন করতে পারিনি। এটা বয়সের কারণেই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এসএম/এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।