ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

ব্যাংকিং খাতে চুরি-চামারি কমেছে: মুহিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ২, ২০১৭
ব্যাংকিং খাতে চুরি-চামারি কমেছে: মুহিত

ঢাকা: পৃথিবীর সব দেশেই ব্যাংকিং খাতে জাল-জালিয়তি, চুরি-চামারি হয়। আমাদের দেশেও চুরি-চামারি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার (০২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারি ব্যাংকের পর বেসরকারি ব্যাংকগুলোতে লুটপাট হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর সব দেশেই জাল-জালিয়তি চুরি-চামারি হয়।

আমাদের দেশের হয়েছে। এটা আমাকে হজম করতে হয়েছে। তবে আমরা সেটা কমাতে পেরেছি। দু’একটা সমস্যা আছে সেটা বাংলাদেশ ব্যাংক সমাধানে কাজ করছে।

এখন সরকারি ব্যাংকে এখন লুটপাট কমে এসেছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমার জীবনের এটি শ্রেষ্ঠ বাজেট। ‘স্বস্তির এই বাজেটে অস্বস্থির কিছু নেই। ’ বাজেটে কোনো দুর্বলতা নেই। সবদিক উজ্জল।

তেলের দাম যতটা কমানোর উচিৎ ছিলো আমরা ততটা কমাতে পারিনি। কমানোর বিষয়টি এখানো বিবেচনাধীন রয়েছে।  


সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অর্থ পরিবার ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মস্তোফা কামাল এবং অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএফআই/এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।