ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

নতুন অর্থবছরে হাইকোর্টে আরও ৫টি এজলাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুন ১, ২০১৭
নতুন অর্থবছরে হাইকোর্টে আরও ৫টি এজলাস

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫টি নতুন এজলাস বা কোর্ট নির্মাণ করা হবে। নতুন এ অর্থবছরের বাৎসরিক বাজেটে এটি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরে সুপ্রিম কোর্টে উল্লেখযোগ্য যেসব প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেগুলো হলো- হাইকোর্ট বিভাগে ০৫টি নতুন এজলাস/কোর্ট নির্মাণ, জাজেস লাইব্রেরির আধুনিকায়ন ও অটোমেশন, সুপ্রিম কোর্টের জন্য পৃথক বাজেট উইং প্রতিষ্ঠা, পূর্ত ও বৈদ্যুতিক অবকাঠামোগত উন্নয়ন এবং সুপ্রিম কোর্টের ডাটা সেন্টার, সার্ভার ও লোকাল এরিয়া নেটওয়ার্ক সংস্কার করা হবে।  
 
নতুন অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য বাজেট ধরা হয়েছে ১৬৫ কোটি ১৬ লাখ টাকা।

গত বছরের সংশোধিত বাজেটে যা ছিলো ১৬৭ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা।  
 
বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে অর্থমন্ত্রী ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কো‌টি টাকার বাজেট উপস্থাপন করেন।  
 
‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ স্লোগানের এ বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ।
 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ০১, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।