ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

লক্ষ্মীপুর পৌরসভায় ১২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
লক্ষ্মীপুর পৌরসভায় ১২৭ কোটি টাকার বাজেট ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভায় ২০১৬-১৭ অর্থবছরে ১২৭ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেঁস্তোরায় পৌর মেয়র আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার ৩৯তম এ বাজেট ঘোষণা করেন।

এতে ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৭ লাখ ১৮ হাজার ৫৪৪ টাকা ও উদ্বৃত্ত্ব দেখানো হয়েছে ৫৪ লাখ ২৩ হাজার ৩৭৮ টাকা। এছাড়া বাজেটের প্রারম্ভিক উদ্বৃত্ত্ব রয়েছে ৪৮ লাখ ৪১ হাজার ৯২২ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর সচিব মো. আলাউদ্দিন, প্রকৌশলী আবুল বাশার, পৌরসভার ১৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, স্থানীয় সংবাদ কর্মীরাসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এএনজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।