ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২, ২০১৬
বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৮

ঢাকা: বোরো ধান ও সবজিসহ দেশে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদিত হয়েছে। এর পাশাপাশি আমদানি করা খাদ্যপণ্যের দামও কমেছে।

ফলে ২০১৬-১৭ অর্থবছরে ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি বাজেটে ধরে রাখার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্যমূল্য কমার সম্ভাবনা আছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে।

জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী সমন্বয়ের কাজটি অব্যাহত রয়েছে। কৃষিতে ধারাবাহিক প্রবৃদ্ধির সম্ভাবনা ও অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন খাদ্য মূল্যস্ফীতি সহনীয় রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।