ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

তথ্য ও প্রযক্তি সেবার উন্নয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
তথ্য ও প্রযক্তি সেবার উন্নয়ন

ঢাকা: তথ্য-প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ এবং ইন্টারনেট সেবার গুণগত মান উন্নয়নে সরকার অনেক অগ্রসর হয়েছে।
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার (০২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন।


 
তিনি বলেন, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ২০ লাখ ও ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ২০ লাখে উন্নীত হয়েছে।
 
‘আন্তর্জাতিক ব্যান্ডউইথ ১৮০ জিবিএসে উন্নীত হয়েছে। দেশব্যাপী ৫ হাজার ২শ’ ৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে’।
 
‘জাতীয় তথ্য বাতায়নে যুক্ত হয়েছে সরকারি দফতরের ২৫ হাজারের বেশি ওয়েবসাইট। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ মে পর্যন্ত সিম ও রিম কার্ড নিবন্ধন করা হয়েছে’।

দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপ‌তিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।