ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

সম্পূরক শুল্ক কমছে ১৪ ধরনের পণ্যে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুন ২, ২০১৬
সম্পূরক শুল্ক কমছে ১৪ ধরনের পণ্যে

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৪ ধরনের পণ্যে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পণ্যগুলোর মধ্যে রয়েছে- দুধ ও কফি প্রক্রিয়াজাতকরণ পণ্যের আমদানিতে ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ,  গ্রিজ (খনিজ) ১০ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ, ডাইঅকটাইল অর্থোথেলট (ডিওপি) ২০ থেকে ১০ শতাংশ, ফাইভার গ্লাস উৎপাদনকারী ইলেক্ট্রিক ফ্যান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩০ শতাংশ থেকে শূন্য, শিট, ফুয়েল, টেপ, স্ট্রিপ ও অন্যান্য ফ্লাট শেপ প্লাস্টিকে ১০ শতাংশ থেকে শূন্য শতাংশ, সিম ও স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে শূন্য শতাংশ, লিভার লক, মরটিস লক আমাদানিতে ২০ শতাংশ থেকে শূন্য শতাংশ, ভ্যাট নিবন্ধিত স্যানিটারি ন্যাপকিন আনদানিতে ১০ থেকে শূন্য শতাংশ, মর্চুয়ারি ইম্পোর্টেড ভ্যাট রেজিস্টার্ড হাসপাতালে ৩০ থেকে শূন্য শতাংশ, রেজিস্টার্ড এলইডি ল্যাম্প পার্টস ইম্পোর্টেড শিল্পের জন্য ৪৫ শতাংশ থেকে শূন্য শতাংশ এবং ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ল্যাবরেটরি রেফ্রিজারেটরে ৩০ থেকে শূন্য শতাংশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
এমএফআই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।