ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

স্থানীয় সরকারের বাজেট বাড়লো ২ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ২, ২০১৬
স্থানীয় সরকারের বাজেট বাড়লো ২ হাজার কোটি টাকা

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার বিভাগের জন্য গত অর্থবছরের তুলনায় দু’হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজের বক্তৃতা থেকে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের জন্য এবার ২১ হাজার ৩শ ২৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

গত অর্থবছরে এ বিভাগের সংশোধিত বাজেট ছিল ১৯ হজার ২২১ টাকা। সে হিসেবে এবার ২ হাজার ১শ ৫ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছাড়াও বিভিন্ন খাতওয়ারি ব্যয় হবে।

এদিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য বাজেটে ১ হাজার ৩শ ৭৭ কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যেখানে গত বছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৪শ ৬৯ কোটি টাকা। এ বিভাগের জন্য এবার ৯২ কোটি টাকা কম রাখার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০২, ২০১৬
ইইউডি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।