ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ২, ২০১৬
যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ

ঢাকা: নতুন ২০১৬-১৭ অর্থবছরের জন্য যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের বাজেটে এ খাতে  বরাদ্দ দেওয়া হয়েছে ২৮ হাজার ৫৫৪ কোটি টাকা।


 
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত অর্থবছরে (২০১৫-১৬) বাজেটের আকার ছিল দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। গতবারের চেয়ে এবার বাজেটের আকার বাড়ছে ১৪ দশমিক ৪২ শতাংশ বা ৪৫ হাজার ৫০৫ কোটি টাকা।  
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।