ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

‘কালো টাকা নিয়ে বলার কিছুই নেই’

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ৫, ২০১৫
‘কালো টাকা নিয়ে বলার কিছুই নেই’ ছবি : কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কালো টাকা নিয়ে বলার কিছু নেই। কারণ, এ বিষয়ে আয়কর আইনেই স্পষ্ট করে লেখা আছে।

তাই আমি কালো টাকা নিয়ে কোনো বক্তব্য দিতে চাই না।

শুক্রবার (০৫ জুন) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাজেট বাস্তবায়ন একটি বড় সমস্যা। তবে বর্তমানে এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। গত অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার ছিল ৯৬ শতাংশ।

সিমকার্ডে অতিরিক্ত শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, এই সেক্টর অনেক উন্নতি করেছে। শুল্ক আরোপের ফলে গ্রাহকদের সমস্যা হবে, আমার তা মনে হয়না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংক (বিবি) গর্ভনর ড. আতিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যান্য কর্মকর্তা।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৫/আপডেট: ১৬৩০ ঘণ্টা
এমইএস/এমআইএস/এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।