ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

গঠিত হচ্ছে স্বতন্ত্র আয়কর সেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ৪, ২০১৫
গঠিত হচ্ছে স্বতন্ত্র আয়কর সেল

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একটি ‘স্বতন্ত্র আয়কর সেল’ গঠন করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৃহস্পতিবার (০৪ জুন) রাতে অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কথা তুলে ধরেন।


 
বিদেশে অর্থ পাচারের তথ্য সংগ্রহ, দ্বৈত নাগরিকদের আয় পরীক্ষা-নিরীক্ষাসহ আন্তর্জাতিক কর সংশ্লিষ্ট বিষয় তদারকি করতে এ সেল গঠন করা হবে।
 
জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেন, মানি লন্ডারিং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় মারাত্মকভাবে ঝুঁকির সৃষ্টি করছে। পাচারের তথ্য সংগ্রহ ও এর ওপর করারোপ করা হলেও আইনি দুর্বলতায় তা আদায় করতে পারে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
এনবিআর’র সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা ও তদন্ত কাজে সমন্বয়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তথ্য বিনিময় সুসংহত করতে এ আয়কর সেল গঠন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
 
একই সঙ্গে নতুন নতুন করদাতা বের করা ও করদাতাদের উৎসাহ দিতে ২০১৫-১৬ অর্থবছর থেকে দেশের সব উপজেলায় (৪৮৮ উপজেলায়) আয়কর মেলা বছর বছর করার ঘোষণা দেন আবুল মাল আবদুল মুহিত।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।