ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

সরকারের ব্যাংক ঋণ কমছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ৪, ২০১৫
সরকারের ব্যাংক ঋণ কমছে

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সরকারের ব্যাংক খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা কমেছে।

বিদায়ী অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের চেয়ে লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬ কোটি টাকা।

২০১৪-১৫ অর্থবছরে ১ লাখ ৪৩ হাজার ৫৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট সংশোধন করে হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে দশম জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পেশ করা প্রস্তাবিত বাজেটের সার-সংক্ষেপ থেকে এ তথ্য জানা যায়।

২০১৫-১৬ অর্থবছরে ব্যাংকিং খাত থেকে ঋণের প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫শ’ ৭৯ কোটি টাকা। এরমধ্যে দীর্ঘমেয়াদী ঋণ ৩৬ হাজার ৩শ’ ২১ কোটি টাকা। স্বল্পমেয়াদী ঋণ ১ লাখ ২ হাজার ২শ’ ৫৮ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।