ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘ত্রিশাখ জলদাসের কবিতা’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বইমেলায় ‘ত্রিশাখ জলদাসের কবিতা’

ঢাকা: অমর একুশে বইমেলা-২০২০-এ প্রকাশ পেয়েছে কবি ত্রিশাখ জলদাসের তিনটি কবিতাবইয়ের সংকলনগ্রন্থ ‘ত্রিশাখ জলদাসের কবিতা’। 

বইটি মেলায় এনেছে- জিনিয়াস পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

দাম ২৮০ টাকা। মেলায় জিনিয়াস পাবলিকেশন্সের ৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘ত্রিশাখ জলদাসের কবিতা’।

এ বইয়ের ব্যাপারে জানতে চাইলে কবি বলেন, আমার ৩টি কবিতার বইয়ের একটি সংকলন এ বইটি। দীর্ঘদিন কবিতা থেকে দূরে ছিলাম আমি। পরে ২০১০ সালে আবারও কবিতা লেখায় ফিরে আসি। তারপর থেকে অদ্যাবধি আমি ১২০টি কবিতা লিখেছি। আমার লেখা সব কবিতা, অর্থাৎ এই ১২০টি কবিতা এ বইটিতে গ্রন্থিত হয়েছে। জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি, রিপু, চাঞ্চল্য, আনন্দ-বিষাদ, স্মৃতি আর ফিরে যাওয়ার সঙ্গে এই যে আমি, কিংবা যে জীবনে আমি সারভাইভ করি, তার কর্ম এবং চতুর্মুখী অবস্থান, যা আমাকে আন্দোলিত ও পীড়িত করে, তারই প্রকাশ আমার এসব কবিতায়। আমি প্রকৃতি ও মানুষ আর বিদ্যমান জীবনের একান্ত বিষাদ চিত্রিত করতে চেয়েছি।  

এর আগে ত্রিশাখ জলদাসের প্রকাশিত কবিতার বইগুলো হলো- জড়তুল্য পাথর (২০১২), মোমঘর (২০১৬) ও কালো মোহরের দানা (২০১৯)।  

ত্রিশাখ জলদাসের জন্ম ১৯৫৯ সালের ৭ মে। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।