ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় মাসউদুল হকের উপন্যাস ‘তৃতীয় নারী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
বইমেলায় মাসউদুল হকের উপন্যাস ‘তৃতীয় নারী’

ঢাকা: একুশে বইমেলায় এসেছে মাসউদুল হকের নতুন ফিউচারিস্টিক উপন্যাস 'তৃতীয় নারী'। বইটি প্রকাশ করেছে নাগরী। মেলা প্রাঙ্গণের নাগরী প্রকাশনের ২২৫-২২৬ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়াও রকমারিতে অনলাইনে অর্ডার করেও বইটি কিনতে পারবেন পাঠকরা। বইটির দাম রাখা হয়েছে ৩৯০ টাকা। 

তৃতীয় নারী ছাড়াও লেখকের অন্য উপন্যাস দীর্ঘশ্বাসেরা হাওরের জলে ভাসে, পুবের পূর্বপুরুষেরা, লস্ট কমরেড, গল্পগ্রন্থ বৃক্ষচারী প্রভৃতি পাওয়া যাচ্ছে বইমেলায়। উপন্যাস ও গল্পগ্রন্থসহ লেখকের ৯টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

 

পেশায় সরকারি কর্মকর্তা মাসউদুল হক বর্তমানে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত। উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।