ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় নঈম শামীম খানের ‘বুমেরাং’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বইমেলায় নঈম শামীম খানের ‘বুমেরাং’ ‘বুমেরাং’ হাতে কবি নঈম শামীম খান ও তার শুভানুধ্যায়ীরা

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে নঈম শামীম খানের কবিতাগ্রন্থ ‘বুমেরাং’। এটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।

গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৬৬৬ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

নঈম শামীম খান পেশায় হাতিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

‘বুমেরাং’ প্রসঙ্গে তার ভাষ্য, ‘যান্ত্রিকতার চাপে মানবতা আজ পরাভূত। অন্তরের গতি খুবই মন্থর। ভালবাসার আবেগ স্বার্থসিদ্ধির ফ্রেমে বন্দি। সুন্দর আবেগ, জাগ্রত বিবেক ও পবিত্র ভালবাসার আরাধনা প্রকাশ পেয়েছে ‘বুমেরাং’ কাব্যটিতে। ’

গত বুধবার (২১ ফেব্রুয়ারি) কবিতাগ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়। গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে ‘বুমেরাং’র মোড়ক খোলেন কবি আসলাম সানী ও গল্পকার মনি হায়দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ইন্দু সাহা, অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, মোহাম্মদ আকরাম, সালেহউদ্দিন রনি, সাব্বির উদ্দিন মাসুম, মাইনুদ্দিন যতন, খিজির হায়াত, ইসমাইল হোসেন সম্পদ, মিরাজ সর্দার, ফজলুল ইসলাম,ছাইফুল ইসলাম মাছুম, ফজলুল আজিম ফারাভী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।