ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় মাজহার সরকারের ৫ম কবিতার বই ‘প্রেরিত পুরুষ’

মিছিল খন্দকার, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মেলায় মাজহার সরকারের ৫ম কবিতার বই ‘প্রেরিত পুরুষ’

বইমেলা থেকে: বইমেলায় এসেছে কবি ও গল্পকার মাজহার সরকারের কবিতার বই ‘প্রেরিত পুরুষ’।

বইটি এসেছে মেলার প্রথম সপ্তাহেই।

এর আগে তার ৪টি কবিতা ও একটি গল্পের বই প্রকাশিত হয়েছে।

এই বই অন্য কবিতার বইগুলো থেকে কেন আলাদা এবং টোটালিটি বিবেচনায় এই বইটি নিয়ে আপনি কি বলবেন জানতে চাইলে মাজহার সরকার বলেন, আলাদা কিনা জানি না। আমার কবিতার বিষয় মানুষ। মানুষের অভিজ্ঞতার বাইরে কিছু বলতে পারেনি কেউ। আমি চাই মানুষ নির্মোহ, নির্লিপ্ত হোক। আমি মানুষকে সব রগড় থেকে অবসর দিতে চাই।

কবিতার বইয়ের পাঠক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মানুষ কবিতা পড়বে কেন? পড়ার খুব দরকার নাই। তবে এই বই যার হাতে থাকবে তাকে সুন্দর দেখাবে। শহরের সবচেয়ে নোংরা লোকটাকেও আমি সুন্দর দেখতে চাই। আমাদের অন্তত সুন্দর হতে হবে। কে কবে মূর্খতা ছেড়ে খুব বেশি কিছু পড়ে শিখে ফেলতে পেরেছে?

কবিতাগুলো ২০১৫ সালের মধ্যে লেখা বলে জানালেন এই কবি। ৮০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে প্লাটফর্ম। প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু। এর বিনিময় মূল্য ১৫০ টাকা।

এ বইটিসহ ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে ভিজিট করুন- rokomari.com এ। অথবা কল করুন 16297 নম্বরে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।