ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

আলিম-উজ-জামানের নতুন দু’টি বই

বইমেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আলিম-উজ-জামানের নতুন দু’টি বই

বইমেলা থেকে: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কাজী আলিম-উজ-জামানের নতুন দু’টি বই। একটি তার প্রথম গল্পের বই ‘ভালোবাসার হরেক রং’, ও অপরটি, কবিতার বই ‘ভাঙা কাঠের সেতু’।



গল্পের বইটিতে আছে ১২টি গল্প।

প্রতি গল্পেই লেখক মূলত চারপাশের জীবন ও সম্পর্ক কাটাছেঁড়া করেছেন নিজের আয়নায়। কিশোর-তরুণ থেকে শুরু করে বোদ্ধা সাহিত্য সমালোচকও বইটিকে দূরে ঠেলতে পারবে না। এমনই দাবি বইটির প্রকাশক রোদেলা’র।

কবিতার বই ‘ভাঙা কাঠের সেতু’ প্রকাশ করেছে অ্যাডর্ন। এতে স্থান পেয়েছে ৬৯টি কবিতা।

কবিতার বইটির ব্যাপারে কাজী আলিম-উজ-জামান বলেন, এ বইয়ের বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছে দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর সাহিত্য সাময়িকী ও নন্দিত সাময়িকপত্রে। বেশ কিছু কবিতা নিরাভরণ শরীর নিয়ে হাজির হয়েছে এ বইয়ে।

আলিম-উজ-জামানের বই দু’টিসহ ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে ভিজিট করুন rokomari.com-এ। অথবা কল করুন 16297 নম্বরে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
টিকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।