ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

সিলেট থেকে বই কিনতে এসে পুরস্কার জিতলেন সবুজ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
সিলেট থেকে বই কিনতে এসে পুরস্কার জিতলেন সবুজ ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: এসেছিলেন সিলেট থেকে। ঢাকায় আসার তার আরও দুই-একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বইমেলায় আসাটি একটি।

ব্যাপারটা এমন যে- এলেন, বই কিনলেন, পুরস্কার জিতলেন এবং বাড়ি ফিরে গেলেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মেলার ১২তম দিন বাংলানিউজ-রকমারি সেরা ক্রেতা হয়েছেন মো. জাহিদ সারোয়ার সবুজ। তিনি প্রায় তিন হাজার টাকার বই কিনেছেন। তা কেবল একার জন্যই নয়, পুরো পরিবারের জন্য।

সারোয়ার সবুজের বাড়ি সিলেটের বাগবাড়ি এলাকায়। পেশায় ক্যাবল অপারেটর। কথা বলে জানা গেলো, জ্ঞানের চর্চায় থাকতে চান তিনি। তাই তো এতো বই কেনা। সঙ্গে মধ্য বয়সেও জারি রেখেছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা। সদ্য সম্পন্ন করেছেন ’ল।

তিনি বাংলানিউজকে বলেন, বাসায় স্ত্রী, মা এবং দুই মেয়ে রয়েছে। স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমরা সবাই পড়তে ভালোবাসি, তাই এতো বই কেনা। আর পুরস্কার পেয়ে একটি স্বীকৃতি পেলাম মনে হচ্ছে।

সেরা ক্রেতার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট সাজেদা সুইটি, রকমারির কর্মকর্তা কাজী কাউসার সুইট প্রমুখ।

প্রতিদিনই দেওয়া হচ্ছে বাংলানিউজ-রকমারি গ্রন্থমেলার ‘সেরা ক্রেতা’ পুরস্কার। মাসব্যাপী মেলায় বই কেনায় খুশির মাত্রা আরেকটু বাড়িয়ে দিতেই এ উদ্যোগ। মেলায় ঘুরতে আসা বইপ্রেমীদের এক বা একাধিক ব্যক্তির গ্রুপ বা পরিবারের সদস্যদের বইয়ের প্রতি ভালোবাসাকে সম্মান জানাতে অনলাইন বুক শপ www.rokomari.com ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র আয়োজনে প্রতিদিন দেওয়া হচ্ছে ৫০০ টাকার বই পুরস্কার। বিজয়ীর জন্য আরও থাকছে পরবর্তী ছয় মাস রকমারি থেকে কেনা যেকোনো বইয়ের ফ্রি শিপিং।

বাংলানিউজ-রকমারি বইমেলা প্রতিদিনের সেরা ক্রেতা পুরস্কার চলবে মেলার শেষ দিন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।